রাজধানীর তুরাগ থেকে নিখোঁজ হওয়ার ১০৪ ঘণ্টা পর পূর্বাচলে খুঁজে পাওয়া গেছে জুলাই যোদ্ধা মাওলানা মামুনুর রশীদকে।
গত রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর তুরাগের হানিফ আলী মোড় এলাকার বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। আজ শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পূর্বাচল ১ নম্বর মসজিদে তাকে পাওয়া যায়।
২২ সেপ্টেম্বর ভোরে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরেননি মাওলানা মামুনুর রশীদ। এ ঘটনায় তার স্ত্রী খাদিজা তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের খবরে পরিবার ও সহকর্মীরা গভীর উদ্বেগে পড়েন। অবশেষে শুক্রবার জুমার নামাজের পর পূর্বাচল এলাকায় তিনি সুস্থ অবস্থায় পাওয়া যান।
মাওলানা মামুনুর রশীদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তুরাগ থানার কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানে উত্তরার রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন।