শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

হেফাজতে ইসলাম সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন

হেফাজতে ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের কামালনগর লেক ভিউ মিলনায়তনে সাতক্ষীরা পাটকেলঘাটা জামিয়া আরাবিয়া ছিদ্দীকিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম মুফতী মুনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত দিনে যারা জুলুম নির্যাতন চালিয়েছে তাদের এদেশে জায়গা হবে না।আর যারা আলেম ওলামাদের অন্যায়ভাবে গ্রেফতার ও ফাঁসি দিয়েছে তাদেরকে এদেশে আর কোনো দিন রাজনীতি করতে দেওয়া হবে না। আগামীতে যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন আপনারা যদি ইসলামের বিপক্ষে অবস্থান নেন, বাম, রাম এবং নাস্তিকদের পক্ষে অবস্থান নেন তাহলে আওয়ামী লীগের চাইতে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমিন, ঢাকা মারকাযু ফয়াজিল কুরআন আল ইসলাম এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মুফতী মুরতাজা হাসান ফয়েজী, মারকাযুল উলুম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ, ইয়াহয়া প্রমুখ।

উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে শাইখুল হাদীস মুফতী মাওলানা মনিরুল হককে সভাপতি ও মুফতী হাবিবুল্লাহ মেজবাসকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটির নাম ঘোষণা করা হয়।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img