দুবাইয়ে এশিয়া কাপ শেষ হওয়ার পরও যেন থামছে না ভারত–পাকিস্তান লড়াইয়ের উত্তেজনা। এশিয়া কাপ জয়কে গত মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো অপারেশন সিঁদুরের সঙ্গে তুলনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আবার তার বক্তব্যের জবাব দিতে দেরি করেননি পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। তিনি বলেন, যুদ্ধের হারকে খেলায় জিতে আড়াল করার সুযোগ নেই।
রবিবার (২৮ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে ভারতের এশিয়া কাপ জয়ের পর মোদি ক্রিকেটারদের শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে এ তুলনা করেন।
তিনি লেখেন, খেলার মাঠেও অপরাশেন সিঁদুর। ফলাফল একই, ভারতের জয়! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।’
কিছুক্ষণ পরই মোদির এই পোস্টের জবাব দেন পিসিবি চেয়ারম্যান নাকভি।
রিটুইট করে তিনি লেখেন, ‘যদি যুদ্ধই তোমার গর্বের মাপকাঠি হয়, তবে ইতিহাস এরই মধ্যে পাকিস্তানের হাতে তোমার লজ্জাজনক পরাজয়ের কথা লিখে রেখেছে। কোনো ক্রিকেট ম্যাচ সেই সত্যকে বদলাতে পারবে না। খেলায় যুদ্ধ টেনে আনা শুধু হতাশাকে প্রকাশ করে আর খেলার মূল চেতনাকেই কলঙ্কিত করে।