হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী হারুন ইযহার বলেছেন, পশ্চিমারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করে খৃষ্ট্রান রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। তৌহিদী জনতা তা কখনো বাস্তবায়ন করতে দেবে না। পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করার পিছনে প্রতিবেশী রাষ্ট্র ও পশ্চিমাদের ইন্ধন রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেইটে উলামা জনতা ঐক্য পরিষদ আয়োজিত খাগড়াছড়িতে ইউপিডিএফসহ উপজাতি সন্ত্রাসী গোষ্ঠী কতৃক অস্থিতিশীলতা তৈরি, কর্তব্যরত সেনাসদস্য ও বাঙালিদের উপর সন্ত্রাসী হামলা, মসজিদ ভাঙচুর ও দেশের অখন্ডতাবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতী হারুন ইযহার আরো বলেন, মুসলিম-অধ্যুষিত বাংলাদেশ থেকে পার্বত্য অঞ্চলকে বিচ্ছিন্ন করে ‘খ্রিস্টান রাষ্ট্র’ বানানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রও বহু পুরনো। নতুন করে বামপন্থীরা ও এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বামপন্থী ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়ন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়ে ঢাকায় মিছিল করেছে। কয়েকদিন পর বলবে পাহাড় থেকে বাঙালিদের উচ্ছেদ চায়, আবার বলবে পার্বত্য চট্টগ্রামে স্বাধীনতা চায়। কিন্তু প্রশাসন তাদের গ্রেফতার করছে না।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে পার্বত্য চট্টগ্রাম থেকে উচ্ছেদকৃত সেনা ক্যাম্পগুলো আবার স্থাপন করতে হবে।বাংলাদেশের প্রশাসনকে সজাগ ও সচেতন থাকতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী, এডভোকেট আব্দুস সাত্তার, লালখান বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেলাল উদ্দিন, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাছির উদ্দীন।