শুক্রবার | ১৯ ডিসেম্বর | ২০২৫

ইসলামী রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে: মাওলানা ইসলামাবাদী

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত এক বিপ্লবী কাফেলার নাম নেজামে ইসলাম পার্টি। আকাবির-আসলাফের হাতে গড়া ঐতিহ্যবাহী এ দলের ঈমানদীপ্ত রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। সেই সাথে সব প্রতিকূলতা মোকাবিলা করে ইসলামী নেজাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিরামহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে সিলেটের হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠনকল্পে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

মাওলানা ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পার্টির সহকারী মহাসচিব মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার।

সভায় সর্বসম্মতিক্রমে শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দিন আহমদকে সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ রাসেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।

কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী মুখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা মিসবাহুজ্জামান, দফতর সম্পাদক মাওলানা শেখ আবদুল আহাদ, নির্বাহী সদস্য মাওলানা শেখ কামরুল ইসলাম, মাওলানা বদরুল আলম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়সাল খান, মাওলানা আবু বকর, মাওলানা জুনাইদ খান।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img