পবিত্র কুরআন শরীফ অবমাননা করা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপূর্ব পালকে অবশেষে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার (৪ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ওই শিক্ষার্থী পবিত্র কুরআন শরীফ অবমাননা করেন। এবং এগুলোর ভিডিওফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। পরে দেশবাসীর তীব্র প্রতিবাদের মুখে তাকে গ্রেপ্তার করা হয়।