সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

খাগড়াছড়িতে ইউপিডিএফের গোপন আস্তানার সন্ধান; অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি গোপন আস্তানায় সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এসময় উপজেলার গহীন অরণ্যের যুবনেশ্বর পাড়ায় অভিযান পরিচালনাকালে সেনা উপস্থিতি টের পেয়ে শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়।

আজ সোমবার (৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সেনা দল ইউপিডিএফ-এর একটি গোপন আস্তানা ঘেরাও করে। ওই সময় সেনা উপস্থিতি টের পেয়ে দলটির শীর্ষ স্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যান। পরবর্তীতে ওই আস্তানায় তল্লাশি চালিয়ে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ-এর ব্যবহৃত ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড অ্যামোনিশন, ১৫টি ব্যানার, ২টি ওয়াকিটকি চার্জার, ২টি মোবাইল ফোন, ধারাল অস্ত্র ও বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইউপিডিএফ এবং তার অঙ্গসংগঠন সমূহ পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে এলাকার নারী এবং স্কুলগামী কোমলমতি শিশু-কিশোরদের বিভিন্ন পন্থায় তাদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে।

আইএসপিআর জানায়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পালিয়ে যাওয়া ইউপিডিএফ-এর সশস্ত্র সদস্যদের সন্ধানে সেনা অভিযান অব্যাহত রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং পার্বাত্যাঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ গ্রহণে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img