শনিবার | ২৭ ডিসেম্বর | ২০২৫
spot_img

নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজ্জায় যুদ্ধ বন্ধ হবে না: নেতানিয়াহু

নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজ্জায় যুদ্ধ বন্ধ হবে না বলে জানিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেছেন, নিজস্ব উদ্দেশ্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত গাজ্জায় হামলা অব্যাহত থাকবে। সব জিম্মির মুক্তি, হামাস শাসনের অবসান এবং অবরুদ্ধ উপত্যকাটি তেলাবিবের জন্য আর হুমকি নয়, এসব বিষয় অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) গাজ্জা যুদ্ধের দুই বছরে এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

এদিকে, ইসরাইলকে এক মুহূর্তের জন্যও হামাস বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংগঠনটির এক শীর্ষ মধ্যস্থতাকারী। একদিকে গাজ্জায় সংঘাত বন্ধে পরোক্ষ আলোচনায় অংশ নিচ্ছেন ইসরাইলি প্রতিনিধিরা, অন্যদিকে উপত্যকাটিতে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনীর সেনারা।

আজও উপত্যাকাটির পূর্বাঞ্চলীয় শুজায়া ও দারাজে হামলা চালানো হয়। ইসরাইলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে এক আঘাতে, এমন পরিবারের সংখ্যাও অসংখ্য। কোথাও কোথাও শুধু একটি শিশু বেঁচে আছে। আহতের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।

সূত্র : টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ