সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরিস্থিতি বিবেচনায় নেওয়ার আহবান জানিয়ে বার্তা দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।
বুধবার (৮ অক্টোবর) সিরিয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ শাইবানীর সাথে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন।
বার্তায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার পরিস্থিতি বিবেচনায় এর সন্ত্রাসী গোষ্ঠীগুলোর উচিত নয় তুরস্ক ও উক্ত অঞ্চলের জন্য হুমকি হয়ে উঠা।
তিনি আরো বলেন, এসডিএফ (সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স) এর উচিত আইএসআইএসের বিরুদ্ধে যুদ্ধের নামে বিভাজনমূলক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা পরিহার করা। তাদেরকে অবশ্যই এটি পরিহার করতে হবে।
ইতোপূর্বে তুরস্কের গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এসডিএফের উপর ওয়াইপিজের আধিপত্য রয়েছে, যা কুর্দি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের সিরিয় শাখা।
সংবাদমাধ্যমের তথ্যমতে, গত ১০ মার্চ, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শার’আ মার্কিন মদদপুষ্ট কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের অন্যতম সশস্ত্র দল এসডিএফকে রাষ্ট্রীয় বাহিনীর সাথে একীভূত করে নেন। এজন্য তাদের সাথে একটি চুক্তিও সাক্ষর করেন। চুক্তিতে এসডিএফ ও ওয়াইপিজে সহ কুর্দিদের সশস্ত্র এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী দলগুলো সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষার ও যেকোনো ধরণের বিচ্ছিন্নতাবাদী পরিকল্পনা থেকে বিরত থাকার অঙ্গীকার করে। তবে চুক্তি সত্ত্বেও গোষ্ঠীটি ইতোমধ্যে একাধিকবার চুক্তি লঙ্ঘন করেছে।
সূত্র: আনাদোলু