ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা মোহাম্মাদ ইয়াকুব মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানের ধারাবাহিক সীমান্ত লঙ্ঘনের জবাবে তারা গতরাতে দৃঢ় প্রতিক্রিয়া প্রদান করেছে। আফগান বাহিনী প্রতীকী ডুরান্ড রেখা বরাবর পাকিস্তানি সেনা ও মিলিশিয়া ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
রোববার (১২ অক্টোবর) এক বিবৃতি এসব কথা বলেন তিনি।
মাওলানা ইয়াকুব মুজাহিদ নির্দেশ দিয়েছেন, ইমারাতে ইসলামিয়ার বাহিনী সতর্ক অবস্থায় থাকুক এবং ডুরান্ড রেখা বরাবর যোদ্ধাদের উচ্চ সতর্কতায় রাখা হোক।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাল্টা হামলা রাত ১২টার মধ্যে সমাপ্ত হয়। কন্দাহার, হেলমান্দ, পাকতিকা, খোস্ত, পাকতিয়া, জাবুল, নাঙ্গারহার এবং কুনার প্রদেশে এই হামলা চালানো হয়েছে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, যদি পাকিস্তান পুনরায় সীমান্ত লঙ্ঘন করে, তবে এবার জবাব আগের চেয়ে আরও কঠোর হবে।
সূত্র: হুরিয়াত রেডিও