সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

বন্দি মুক্তির দিনক্ষণ জানিয়েছে হামাস; ২,০০০ ফিলিস্তিনির বিনিময়ে ২০ ইসরাইলি মুক্তি দেবে

গাজ্জা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি কিছু বন্দি মুক্তির বিনিময়ে বহু সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তি দেবে ইসরাইল। এরই প্রেক্ষিতে ইসরাইলি বন্দিদের মুক্তির দিনক্ষণ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, সোমবার সকাল থেকে গাজ্জায় আটক থাকা ইসরাইলি বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে।

রোববার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ হিসেবে এই বন্দি বিনিময় কার্যক্রম শুরু হবে। এ প্রক্রিয়ায় হামাস প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে বলে ধারণা করছে ইসরাইল।

এ বিষয়ে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান শনিবার ফরাসি সংবাদসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় প্রক্রিয়া সোমবার সকালে শুরু হবে, যেমনটি উভয় পক্ষ সম্মত হয়েছিল।’

একই দিন (সোমবার) বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি লোহিত সাগর তীরবর্তী পর্যটন নগরী শারম আল-শেখে ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img