মুসলিম দেশগুলোর অনুরোধে পাকিস্তানে হামলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ইমারত ইসলামিয়া আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, মুসলিম দেশগুলোর অনুরোধে হামলা স্থগিত করা হয়েছে।
রোববার (১২ অক্টোবর) ইমারাতে ইসলামিয়ার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেন, পাকিস্তান যদি একই ভুল পুনরায় করে, তবে পাল্টা হামলা আরও কঠোর হবে।
সংঘাতের ফলাফল নিয়ে তিনি জানান, গত রাতে ডোরাল লাইন বরাবর পাকিস্তানের পোস্ট ও স্থাপনে হামলা চালানো হয়েছে। এই হামলায় পাকিস্তানের ৫৮ জন নিহত ও ৩০ জন আহত এবং ২৫ টি পোস্ট দখল করা হয়েছে।
তিনি আরো জানান, ইমারতে ইসলামী আর নয় জন সেনা শহীদ হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছে।
সূত্র: হুরিয়াত রেডিও