ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জবীহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর ধারাবাহিক আগ্রাসনের জবাবে আফগান সশস্ত্র বাহিনী গতরাতে সফল প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। এতে ৫৮ জন পাকিস্তানি সেনা নিহত এবং আরও প্রায় ৩০ জন আহত হয়েছে।
মাওলানা মুজাহিদ জানান, আফগান বাহিনীর এই অভিযান দেশের বিভিন্ন প্রদেশে ডুরান্ডের কাল্পনিক রেখা বরাবর পরিচালিত হয়। এতে পাকিস্তানি সেনাদের ২০টিরও বেশি সামরিক পোস্ট দখল করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসেবে জব্দ করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র আবারও জোর দিয়ে বলেন, আফগানিস্তানের মাটি ও আকাশসীমা রক্ষায় ইমারাত দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সতর্ক করে বলেন, “যারা আফগানিস্তানের ওপর আগ্রাসন চালাবে, তাদেরকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
সাম্প্রতিক সময়ে পাকিস্তানি সেনারা একাধিকবার আফগান ভূখণ্ডে প্রবেশ ও বিমান হামলা চালিয়েছে। এসব আগ্রাসনের জবাব হিসেবেই গতরাতে আফগান বাহিনী পাকিস্তানের সামরিক কেন্দ্রগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন মাওলভী মুজাহিদ।
সূত্র : আরটিএ