সোমবার | ১৩ অক্টোবর | ২০২৫

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের সভাপতি হলেন মাওলানা নদভী

আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর সভাপতি মনোনীত হলেন চট্টগ্রাম জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমী।

রবিবার (১২ অক্টোবর) জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে সংগঠনটির বার্ষিক মজলিসে উমূমী ও মজলিসে শূরা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী কাসেমীর সভাপতিত্বে ও জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কাজী মুহাম্মদ আখতার হোসাইন আনোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশব্যাপী বিভিন্ন ইত্তেহাদভুক্ত মাদরাসার মুহতামিম ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

গত বছরের কার্যক্রম ও বর্তমান শিক্ষাবর্ষের পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করেন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিসের মহাসচিব মুফতী ইকরাম হোসাইন ওয়াদুদী।

সভায় সংবিধান অনুমোদন, সভাপতি নির্বাচন, কমিটির শূন্য পদ পূরণ, পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণসহ গুরুত্বপূর্ণ এজেন্ডাসমূহ আলোচিত হয়।

এছাড়াও ১৪৪৫/৪৬ হি. শিক্ষাবর্ষের মারকাজী পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ ৩৩৮ জন ছাত্রকে পুরষ্কার প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে মুফতী আবু তাহের কাসেমী নদভী জামিয়ার সাবেক শায়খুল হাদিস, সদরে মুহতামিম ও আঞ্জুমানের সাবেক সভাপতি মুফতী হাফেজ আহমদ উল্লাহ (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন, জামিয়া ইসলামিয়া পটিয়া হচ্ছে মারকাযী দ্বীনি এদারা, যার তত্ত্বাবধানে আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়ে আসছে। এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের কওমি শিক্ষা ব্যবস্থার ঐক্য, মানোন্নয়ন ও পরীক্ষাব্যবস্থার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরো বলেন, জামিয়া পটিয়া কর্তৃক পরিচালিত বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থা যুগ যুগ ধরে পবিত্র কোরআনের বিশুদ্ধ তিলাওয়াতে কাজ করে আসছে। কচিকাচা হাফেজদের জন্য দেশব্যাপী তাহফিজুল কোরআন প্রতিযোগিতা আয়োজন করে আসছে। এবছর থেকে হিফজ শিক্ষকদের জন্য ২০ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে।

এছাড়া জামিয়া পটিয়ার তত্ত্বাবধানে নুরানী শিক্ষা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছে, যা প্রতি মাসে ৩০ দিনব্যাপী নুরানী মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স পরিচালনা করছে। এবং ইনশাআল্লাহ আগামী বছর থেকে দরসিয়াত বিভাগের মুয়াল্লিম ট্রেনিং কোর্স চালু করার পরিকল্পনাও রয়েছে।

উল্লেখ, এতদিন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর সভাপতির দায়িত্বে ছিলেন জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসার সদরে মুহতামিম ও শায়খুল হাদীস মুফতী হাফেজ আহমদ উল্লাহ। গত ১৪ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করলে এই পদটি শূন্য হয়।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img