বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

চাকসুতে শিবির প্যানেলকে জরিমানার বিষয়টি নাকচ করলেন নির্বাচন কমিশনার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, মর্মে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়টি পুরোপুরি নাকচ করেছেন আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (১৫ অক্টোবর) সকালে মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আচরণবিধি সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনার আমীর মোহাম্মদ নসরুল্লাহ’র সঙ্গে যোগাযোগ করুন। উনি এ বিষয়ে দায়িত্বে রয়েছেন।

আচরণবিধি মনিটরিং সেলের প্রধান ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমির মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমরা কাউকে আচরণবিধি লঙ্ঘনের কারণে জরিমানা করা হয়েছে, এমন বক্তব্য দেইনি। আপনারা এমন তথ্য কোথায় পেলেন? আমরা এখন নির্বাচন নিয়ে ব্যস্ত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, আমি এ বিষয়ে আপনাদের সাথে পরে কথা বলবো।

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীন খবর ছড়ানো হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এমন কোনো তথ্য নির্বাচন কমিশন আমাদেরকে জানায়নি।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img