বুধবার | ১৫ অক্টোবর | ২০২৫

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজ্জায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজ্জায় আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজ্জা সিটির পৃথক দুই স্থানে ইসরাইলি বাহিনীর গুলিতে মৃত্যু হয় তাদের।

এক প্রতিবেদনে জানানো হয়, গাজ্জা সিটি হয়ে নিজ নিজ বাসায় ফিরছিলেন ফিলিস্তিনিরা। এ সময়েই ওই হামলার ঘটনা ঘটে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, সেনা সদস্যদের খুব কাছাকাছি এসে পড়েছিলেন কয়েকজন। তাই সন্দেহভাজন হিসেবে তাদের ওপর গুলি ছোড়া হয়।

অপরদিকে, মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। তারা জানায়, শহীদদের গাজ্জার আল-আহলি ও আল-নাসের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের

spot_img