নানা জটিলতার পর অবশেষে সম্পন্ন হলো বন্দিবিনিময় চুক্তি। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কারারগা থেকে মুক্ত বাতাসে ফিরে আসছেন ফিলিস্তিনি বন্দিরা।
যুদ্ধবিরতির অংশ হিসাবে সোমবার ইসরাইলের কারাগার থেকে দুই ধাপে মুক্তি পেয়েছেন ৩,৭০০ জন ফিলিস্তিনি। তবে এখনো ইসরাইলের কারাগারে অবৈধভাবে বন্দি রয়েছেন ১১,৪৬০ জন ফিলিস্তিনি। এসব বন্দির মধ্যে অধিকৃত পশ্চিম তীরের ৪০০ ফিলিস্তিনি শিশুও রয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক বন্দিদের ওপর নজারদারিকারী ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি কারাগারে বন্দিদের ব্যাপারে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে জানায়, অক্টোবরের হিসাবে ইসরাইলি কারা প্রশাসনের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে দণ্ডপ্রাপ্ত বন্দির সংখ্যা ১ হাজার ৪৬০ জনেরও বেশি।
এছাড়া আজীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দি এবং যাদের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন করা হয়েছে, এমন বন্দির সংখ্যা প্রায় ৩৫০ জন। এর মধ্যে ৩০৩ জন ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত, আর ৪০ জনের বিরুদ্ধে আজীবন কারাদণ্ডের অভিযোগ গঠন প্রক্রিয়াধীন।