সোমবার | ১৯ জানুয়ারি | ২০২৬
spot_img

পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করার দাবি আফগানিস্তানের

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী নতুন করে আফগানিস্তানের কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। এতে ১২ জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় তালেবানরা বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্যকে হত্যা করেছে এবং তাদের পোস্ট ও ট্যাঙ্কসহ অস্ত্র জব্দ করেছে।

বুধবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বার্তায় তিনি এ কথা জানান। বার্তার সাথে জব্দ করা ট্যাঙ্কের একটি ভিডিও প্রকাশ করেছেন আফগান মুখপাত্র।

তবে ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অর্থাৎ, তালেবানরা আসলেই ট্যাঙ্ক জব্দ করেছে কি না অথবা ভিডিওতে দেখানো ট্যাঙ্কটি কি সেই একই ট্যাঙ্ক কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

শীর্ষ গোয়েন্দা সূত্র সিএনএন-নিউজ ১৮-কে জানিয়েছে, উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলার ঘিলজো এলাকার কাছে তালেবান ইউনিটগুলো পাকিস্তানের মাহমুদজাই পোস্টে হামলা চালানোর সময় ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ছয় পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

অন্যদিকে, হামলা চালিয়ে ১৫-২০ জন তালেবান সদস্যকে হত্যার দাবি করেছে পাকিস্তানি বাহিনী।

সূত্র: ফার্স্টপোস্ট

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ