বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

আইনিভিত্তি ছাড়া জুলাই সনদে সই করবে না এনসিপি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের অধ্যাদেশ জারি, গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও সনদ অনুযায়ী সংবিধান সংস্কার নিশ্চিত না করলে জুলাই সনদে সই করবেনা এনসিপি। আইনি ভিত্তির বিষয়টি নিশ্চিত না হলে আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও অংশগ্রহণ করবে না তারা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

নাহিদ বলেন, ‘শুরু থেকেই আমরা ঐকমত্য কমিশনে অংশগ্রহণ করেছি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করার দাবি করেছি। তবে সনদে সইয়ের প্রক্রিয়া ঘটলেও আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না, আর সনদপত্রের মূল টেক্সটও আমাদের দেখানো হয়নি। আইনি ভিত্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সাক্ষরে যাব না।’

নাহিদ এই অনুষ্ঠানকে প্রতারণামূলক প্রক্রিয়া বলেও আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘এনসিপি সনদ প্রণয়নে স্বচ্ছতা ও আইনি নিশ্চয়তা দেখতে চায় এবং সেই পর্যন্ত দল কোনো প্রতারণামূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না।’

spot_img
spot_img

এই বিভাগের

spot_img