শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ ৫ দিনে দেশে কয়েকটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস।
শনিবার (১৮ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে দলের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এ উদ্বেগ প্রকাশ করেন।
তারা বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ক্ষতি অপূরণীয়। এর ফলে শুধুমাত্র যাত্রী ও কার্গো মালিকদের অপূরণীয় ক্ষতি সাধিত হয়নি, বরং বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে আন্তর্জাতিকভাবে সুনাম ক্ষুন্ন হওয়ারও আশংকা রয়েছে।”
তারা আরো বলেন, “এর আগেও গত ৫দিনে ঢাকার মিরপুরে পোশাক ও কেমিক্যাল কারখানা এবং চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে প্রাণহানীসহ অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হওয়ার খবর পাওয়া গেছে। আমরা উপরোক্ত ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সন্দেহ সৃষ্টি করছে- উল্লেখ করে বিবৃতিতে তারা বলেন, “এসব নিছক কোন দূর্ঘটনা হতে পারে না। দেশবিরোধী অপশক্তি অভ্যুত্থান পরবর্তি বিভিন্ন সময়ে নাশকতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এই ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই অগ্নিকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যারাই পরিকল্পিতভাবে নাশকতায় জড়াচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে এখনই কাযর্কর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”