মঙ্গলবার | ২১ অক্টোবর | ২০২৫

ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর।

শুক্রবার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার ক্ষতি অপূরণীয়। এর ফলে যেমন যাত্রী ও কার্গো মালিকদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তেমনি বিমানবন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত দুর্বলতার বহিঃপ্রকাশ ঘটেছে, যা আন্তর্জাতিকভাবে আমাদের প্রধান বিমানবন্দরের সুনামহানীর কারণ হবে।

তিনি বলেন, এর আগেও সাম্প্রতিক ঢাকার মিরপুরে পোশাক ও রাসায়নিক গুদামে এবং চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যেখানে প্রাণহানীসহ অর্থনৈতিক ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ সকল ঘটনায় চরমোনাই পীর হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং ক্ষতিগ্রস্থদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, একেরপর এক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। এসব নিছক কোন দূর্ঘটনা হতে পারে না। বরং পরাজিত অপশক্তির অভ্যুত্থান পরবর্তি নাশকতা বলেই মনে হচ্ছে। এই ক্ষেত্রে আইন-শৃংখলা বাহিনীকে অবশ্যই অগ্নিকাণ্ডের বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে হবে এবং দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। দেশকে অস্থিতিশীল করতে যারাই পরিকল্পিতভাবে নাশকতায় জড়াচ্ছে তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দেশের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারকে এখনই কাযর্কর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img