সোমবার | ২০ অক্টোবর | ২০২৫

এবার চট্টগ্রামে বন্ধ থাকা সেন্ট্রাল হাসপাতালে আগুন

চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে বন্ধ থাকা সেন্ট্রাল সিটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে তালা কেটে ঢুকে আগুন নিয়ন্ত্রণ করে ফায়ার সার্ভিস।

রোববার (১৯ অক্টোবর) রাত ১২টার পর এই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আগুন দেখে স্থানীয় লোকজন এবং পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা কেটে ভেতরে ঢুকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এদিকে আগুন লাগার খবরে আশেপাশের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তালা কেটে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত পৌনে ১টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল মান্নান।

তিনি বলেন, নন্দনকানন ও চন্দনপুরা ফায়ার স্টেশনের ৪টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img