সোমবার | ২৭ অক্টোবর | ২০২৫

গাজ্জায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া: প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম

গাজ্জায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া- এমন ঘোষনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহীম। ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর সদস্যসহ অন্যান্য দেশের সঙ্গে গাজ্জায় এই শান্তিরক্ষী মিশনে যোগ দিতে প্রস্তুত কুয়ালালামপুর।

রোববার (২৬ অক্টোবর) কুয়ালালামপুরে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে আনোয়ার ইবরাহীম এই কথা জানান। মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বার্নামার প্রতিবেদনে এ তথ্য জানায়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি সংগ্রামের প্রতি তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া। একইসঙ্গে জাতিসংঘের ধারাবাহিক অবস্থানের পাশাপাশি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, যা নিশ্চিত করেছে যে গাজ্জায় ইসরাইলি সরকারের মানবিক সহায়তা অবরোধ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

এছাড়াও বৈঠকে আনোয়ার ও গুতেরেস থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তি আলোচনা সহজ করা এবং মিয়ানমারে অন্তর্ভুক্তিমূলক সংলাপকে উৎসাহিত করাসহ আসিয়ানের সভাপতি হিসেবে মালয়েশিয়ার ভূমিকা নিয়ে আলোচনা করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img