ইউএস সেন্ট্রাল কমান্ড কর্তৃক প্রকাশিত লুটপাটের ভিডিও ও অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
রবিবার (২ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (US CENTCOM) হামাসের বিরুদ্ধে লুটপাটের মনগড়া অভিযোগ করছে বলে জানিয়েছে গাজ্জা কর্তৃপক্ষ।
গাজ্জা সরকারের মিডিয়া অফিস থেকে প্রকাশিত বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ভিডিও ও লুটপাটের অভিযোগ প্রত্যাখ্যান করে বলা হয়, আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি গণমাধ্যমে পরিকল্পিত বিভ্রান্তি প্রচারণার অংশ। যার উদ্দেশ্য হলো, গাজ্জার ফিলিস্তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করা, যারা ত্রাণের নিরাপত্তা ও সহায়তা বহরের সুরক্ষায় জাতীয় ও মানবিক দায়িত্ব পালন করছে।
এতে আরো বলা হয়, আমাদের পুলিশ বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে, যদিও জায়োনিস্ট দখলদার পক্ষ অভ্যন্তরীণ অঙ্গনে হস্তক্ষেপ অব্যাহত রেখে ত্রাণ সরবরাহে বাধাবিঘ্ন ও কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংবাদমাধ্যমের তথ্যমতে, শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে, যেখানে বেশ কয়েকজন অস্ত্রধারীকে ত্রাণ ও মানবিক সহায়তাবাহী লরি বা বড় বড় কন্টেইনারবাহী ট্রাক লুটপাট করতে দেখা যায়।
সেন্ট কম (সেন্ট্রাল কমান্ড) দাবী করে যে, ভিডিওতে যেসব অস্ত্রধারীদের সহায়তা সামগ্রী লুটপাট করতে দেখা যাচ্ছে, তারা হামাসের যোদ্ধা ও সদস্য এবং ভিডিওটি দক্ষিণ গাজ্জার খান ইউনুসে ড্রোন দিয়ে ধারণ করা।









