পাকিস্তানের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করতে তুরস্কে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিনিধিদল।
বুধাবর (৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে মতবিনিময়ের তৃতীয় ধাপের আলোচনা আগামীকাল বৃহস্পতিবার (৬ নভেম্বর) তুরস্কে শুরু হবে।
বৈঠকে আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইমারাতে ইসলামিয়ার গোয়েন্দা প্রধান মোল্লা আব্দুল হক ওয়াসিক এবং পাক প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এর প্রধান আসিম মালিক।
সূত্র: আরটিএ









