বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

দুর্যোগের ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে কম গম উৎপাদন আফগানিস্তানে

প্রাকৃতিক দুর্যোগের ফলে এবার লক্ষ্যমাত্রার চেয়ে ২.৩ মিলিয়ন মেট্রিক টন কম গম উৎপাদন হয়েছে আফগানিস্তানে।

বুধবার (৫ নভেম্বর) হুররিয়াত রেডিওর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের কৃষি মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, অকাল মৌসুমি বৃষ্টিপাত, উদ্ভিদে রোগের প্রাদুর্ভাব ও পানি সংকটের মতো প্রাকৃতিক কারণে চলতি বর্ষে পূর্বের আবাদি ভূমিতে গম উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে।

এতে আরো বলা হয়, চলতি সৌর বর্ষ ১৪০৪ এ দেশজুড়ে ৪.৫৪ মিলিয়ন মেট্রিক টন গম উৎপাদন হয়েছে। তন্মধ্যে ৪.১৪ মিলিয়ন মেট্রিক টন গম প্রাকৃতিক সেচ সুবিধা সম্পন্ন ভূমি থেকে এবং ৪০৪ হাজার মেট্রিক টন গম শুষ্ক ভূমি থেকে উৎপাদিত হয়। দেশের চাহিদা অনুযায়ী চলতি বর্ষের লক্ষ্যমাত্রা ছিলো ৬.৭৮ মিলিয়ন মেট্রিক টনের।

এছাড়াও জানানো হয় যে, প্রাকৃতিক সেচ সুবিধা সম্পন্ন আবাদি জমিগুলোর মধ্যে হেলমান্দ, কুন্দুজ, হেরাত, কান্দাহার এবং ফারাহ প্রদেশে সর্বাধিক পরিমাণে গম উৎপাদিত হয়েছে। আর শুষ্ক জমিগুলোর মধ্যে বাদগিস, তাখর সহ আরো কয়েকটি অঞ্চলে সর্বাধিক পরিমাণে গম এসেছে।

ইতোপূর্বে দেশটির উপ-প্রধানমন্ত্রী (অর্থনৈতিক) মোল্লা আব্দুল গণী বারাদার জাতীয় ও আন্তর্জাতিক কৃষি পণ্য প্রদর্শনীর এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশ ও জাতির কল্যাণ, অগ্রগতি ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষির গুরুত্ব অপরিসীম। তাই জাতীয় উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এই খাতকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আমাদের সরকার।

এছাড়া দেশটির সর্বোচ্চ প্রধান বা আফগান আমিরুল মুমিনীন নিজেদের স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে ও পরনির্ভরতা দূর করতে কৃষি উৎপাদনের পাশাপাশি প্রতিটি ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সম্পদ ও অর্থনীতিতে শক্তিশালী হয়ে উঠা সহ আরো বিভিন্ন বিষয়ের প্রতি সকলকে নিয়মিত গুরুত্বারোপ করে থাকেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img