বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে ইরানের সঙ্গে হাত মিলালো।
শুক্রবার (৭ নভেম্বর) ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এক বৈঠকের পর এক বিবৃতিতে এ তথ্য জানান শাহবাজ শরিফ।
পাকিস্তান সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন গালিবাফ। এ সময় ইরানি স্পিকার পাক প্রধানমন্ত্রীকে একটি চিত্রকর্ম উপহার দেন। যাতে লেখা ‘পাকিস্তান ও ইরানের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক’।
বৈঠকের পর পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইরানের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী পাকিস্তান।
তিনি বলেন, ইরান ও পাকিস্তান উভয় দেশই এই অঞ্চলে শান্তি, সমৃদ্ধি ও ইতিবাচক সহযোগিতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি বিশ্বজুড়ে সকল অমীমাংসিত বিরোধ নিষ্পত্তির জন্য শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির ওপর জোর দিয়েছে দুই দেশ।
সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন









