ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা রহমতুল্লাহ নাজিব বলেছেন, “পাকিস্তানের আলোচকদল আফগান প্রতিনিধিদলের কাছে দাবি তুলেছিল যে, ইমারাতে ইসলামিয়ার সরকার পাকিস্তানে চলমান যুদ্ধ অনুমোদ্য নয় বলে ফতোয়া জারি করুক।”
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে মাওলানা নাজিব বলেন, “আফগান প্রতিনিধিদল পাকিস্তানের এই দাবির জবাবে বলেছে যে, পাকিস্তানে যুদ্ধ বৈধ না অবৈধ এটি নির্ধারণ করা আমাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। কারণ এটি আমাদের বিষয় নয়।”
তিনি আরও বলেন, “ইমারাতে ইসলামিয়ার দারুল ইফতা একটি স্বাধীন প্রতিষ্ঠান। তারা শরিয়তের বিধান অনুযায়ী ফতোয়া প্রদান করে। আমরা তাদের কোনো আদেশ বা নির্দেশ দিতে পারি না যে, তারা নির্দিষ্ট কোনো বিষয়ে ফতোয়া জারি করুক।”
সূত্র: আরটিএ









