ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার আখুন্দ ঘোষণা করেছেন, যেসব ব্যবসায়ী ও শিল্পপতি পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে যুক্ত আছেন, তারা তিন মাসের মধ্যে নিজেদের হিসাব-নিকাশ নিষ্পত্তি করবেন।
ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন।
মোল্লা বারাদার বলেন, পাকিস্তান প্রায়ই এমন সময়ে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক পথ বন্ধ করে দেয়, যখন দেশে ফলমূলের মৌসুম থাকে।
পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মান নিম্নমানের বলে অভিযোগ করে তিনি বলেন, “এই পরিস্থিতিতে দেশের রপ্তানি ও আমদানি কার্যক্রম বিকল্প পথে পরিচালনা করা জরুরি হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “যদি পাকিস্তান সত্যিই আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক পথগুলো খোলা রাখতে চায়, তবে তাদের শক্তিশালী ও কার্যকর নিশ্চয়তা দিতে হবে।”
আফগান ডেপুটি প্রধানমন্ত্রী স্পষ্ট করে জানান, “এই নিশ্চয়তা তখনই গ্রহণযোগ্য হবে, যখন তা এমনভাবে কার্যকর হবে, যে কোনো অবস্থাতেই যুদ্ধ হোক বা না হোক, এই পথগুলো বন্ধ করা হবে না।”
ব্যবসায়ী ও শিল্পপতিদের উদ্দেশে মোল্লা বারাদার নির্দেশ দেন, পাকিস্তানের পরিবর্তে বিকল্প বাণিজ্যপথ ব্যবহার করে যত দ্রুত সম্ভব বাণিজ্য শুরু করতে। তিনি জোর দিয়ে বলেন, “এই পদক্ষেপ যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করতে হবে।”
তিনি জানান, ইমারাতে ইসলামিয়া এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হলো, পাকিস্তান বারবার রাজনৈতিক উদ্দেশ্যে আফগানিস্তানের বাণিজ্যিক পথ বন্ধ করেছে এবং এতে আফগান ব্যবসায়ীরা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সূত্র: আরটিএ









