ইসরাইল সবসময় ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সোমবার সন্ধ্যার দিল্লির লালকেল্লা এলাকার কাছে বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বুধবার (১২ নভেম্বর) তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের জনগণের প্রতি শোকবার্তা পাঠান।
বার্তায় ‘ভারত ও ইসরাইল প্রাচীন সভ্যতা’ বলেও উল্লেখ করেন নেতানিয়াহু।
সেই সাথে, আহতদের দ্রুত সুস্থতা কামনা করে (কথিত) সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে থাকার ঘোষণা দেন তিনি।









