রবিবার | ১৬ নভেম্বর | ২০২৫

গাজ্জা গণহত্যায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৬৯,৪৮৩

মার্কিন মদদে চলমান গাজ্জা গণহত্যায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ৬৯,৪৮৩ জনে পৌঁছেছে।

রবিবার (১৬ নভেম্বর) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজ্জার হাসপাতালগুলো গত ৭২ ঘন্টায় ১৭টি লাশ গ্রহণ করেছে। তন্মধ্যে ২টি সদ্য নিহতের এবং ১৫টি ধ্বংসস্তূপের নীচ থেকে খুঁজে পাওয়া। এছাড়া ইসরাইলী হামলায় ৩ জন ফিলিস্তিনি আহতও হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সন্ত্রাসী সেনাদের হামলায় এখন পর্যন্ত ২৬৬ জন নিহত এবং ৬৩৫ জন আহত হয়েছে।

এছাড়াও জানানো হয়, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া গণহত্যায় নিহতের সংখ্যা বেড়ে বর্তমানে ৬৯ হাজার ৪৮৩ জনে পৌঁছেছে এবং আহত ১ লক্ষ ৭০ হাজার ৭০৬ জনে।

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img