বুধবার | ২৬ নভেম্বর | ২০২৫

আমেরিকা কখনোই ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না: প্রেসিডেন্ট মাদুরো

ভেনেজুয়েলাকে আমেরিকা কখনোই পরাজিত করতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

মঙ্গলবার (২৫ নভেম্বর) এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

আমেরিকার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। মূলত আমেরিকার সামরিক প্রস্তুতি ও কার্টেল তালিকায় নতুন সংস্থার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক টেলিভিশন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আমেরিকার সম্ভাব্য হস্তক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, আমেরিকা ‘ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না’ এবং তার দেশ ‘অজেয়’।

মাদুরো আরও বলেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘মাসের পর মাস যেসব মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ’ সৃষ্টি করা হয়েছে। তার মধ্যেও যারা সাহসের সঙ্গে দেশকে সমর্থন করে যাচ্ছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, আমরা যে পরিমাণ সমর্থন বার্তা পাচ্ছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img