ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আচেহ প্রদেশের সিংকিল শহর থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠোর কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গেছে।
স্থানীয় সময় সকাল ৬ টা ৩০ মিনিটে ভূমিকম্প হয়। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা (বিএমকেজি) এটিকে ৬ দশমিক ২ মাত্রায় উল্লেখ করেছে। সংস্থাটি জানিয়েছে সুনামির কোনো আশঙ্কা নেই। অন্যদিকে দেশটির দুর্যোগ সংস্থা জানিয়েছে যে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিএনপিবি দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, ভূমিকম্পের ফলে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।









