অধিকৃত পশ্চিমতীরে আরো দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।
গতকাল বৃহস্পতিবার পশ্চিমতীরের জেনিন শহরে এ নৃসংশ হত্যার ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে, নিরস্ত্র দুই ফিলিস্তিনি ইসরাইলি বাহিনীর কাছে আত্মসমর্পণের চেষ্টা করেছিলেন। সে সময় তাদের গুলি করে হত্যা করা হয়।
বৃহস্পতিবার জেনিনের সাংবাদিকদের সূত্রে আল জাজিরার নুর ওদেহ জানান, ওই দুই ব্যক্তি ‘তাদের শার্ট টেনে তুলে দেখিয়েছিলেন যে তারা নিরস্ত্র’। কিন্তু তারা যে ভবনে লুকিয়ে ছিলেন সেখানে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী এবং সে সময়ই তাদের গুলি করে হত্যা করে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের নাম আল-মুনতাসির বিল্লাহ আবদুল্লাহ (২৬) এবং ইউসুফ আসাসা (৩৭)।









