সোমবার | ১ ডিসেম্বর | ২০২৫

খালেদা জিয়া কোনো দলের নয়, সমগ্র মানুষের নেত্রী: ডা. তাহের

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করে বাংলাদেশ জামায়াত ইসলামির আমীর ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে হার্টের চিকিৎসা শেষে বাসায়র ফেরার সময় প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমি উদ্বেগ-উৎকষ্ঠার সঙ্গে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি। তিনি একসঙ্গে দেশনেত্রী এবং গণতান্ত্রিক নেত্রী। তার আপসহীন নেতৃত্বের কারণেই এদেশ গত সাড়ে ১৫ বছরে ভারতীয় আধিপত্যে চলে যেতে পারেনি, কেবল তার জন্যই সেটা সম্ভব হয়নি। তিনি কোনো দলের নেত্রী নয়, সমগ্র মানুষের নেত্রী। জামায়াতের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা ও আরোগ্য কামনা করছি।

নিজের চিকিৎসা প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, আমার হার্টে একটা ব্লক ছিল। কুমিল্লায় একটা প্রোগ্রাম শেষে ব্যাথা অনুভব করায় ঢাকায় এসে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। সেখানে বিখ্যাত কার্ডিওলজিস্ট মনিরুজ্জামানের তত্ত্বাবধানে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতা, যোগ্যতা ও দ্রুততার সঙ্গে চিকিৎসা করেছেন।

ডা. তাহের বলেন, আমার ব্লকটা পাথরের মত শক্ত ছিল। এজন্য চিকিৎসকরা বোর্ড বসিয়ে সিদ্ধান্ত নিতে দ্বিধাবিভক্ত হয়েছিলেন। তাদের কেউ কেউ সিঙ্গাপুর নেওয়ার কথা বললেও আমি এখানেই চিকিৎসার কথা বলি। আলহামদুলিল্লাহ, তারা সফলভাবে চিকিৎসা করেছেন। আমি এখন সুস্থ। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কিছুদিন বাসায় বিশ্রামে থাকতে হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img