ঘূর্ণিঝড়ের কারণে তীব্র বৃষ্টিপাতে বন্যা ও ভূমিধসে কবলে ইন্দোনেশিয়া। ভয়াবহ বিপর্যয় পড়া ইন্দোনেশিয়ায় নিহত ৫০০ ছাড়িয়েছে। প্রায় এক সপ্তাহ আগে চলমান বন্যায় প্রায় ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
ক্ষতিগ্রস্ত সব এলাকায় পৌঁছাতে না পারার কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
সোমবার (১ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইন্দোনেশিয়া সরকারের তথ্যমতে, ঘূর্ণিঝড় থেকে সৃষ্ট বন্যা তাদের তিনটি প্রদেশে আঘাত হেনেছে এবং প্রায় ১৪ লাখ বাসিন্দা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, আচেহ, উত্তর সুমাত্রা এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে মানুষ নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা নিখোঁজদের সন্ধানে জোর তল্লাশি চালাচ্ছে।
ইন্দোনেশিয়ার বাইরে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কাতেও বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।
এশিয়ার বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া বেঁচে যাওয়া মানুষদের সহায়তায় সেনা সদস্য মোতায়েন করেছে।
পৃথক আবহাওয়া পরিস্থিতির কারণে গত সপ্তাহে শ্রীলঙ্কার পুরো দ্বীপজুড়ে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা, দক্ষিণ থাইল্যান্ড ও উত্তর মালয়েশিয়ার বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বর্ষণ হয়। এ অঞ্চলের অধিকাংশ এলাকায় বর্ষা মৌসুম চলছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে আরও তীব্র বৃষ্টিপাত ও শক্তিশালী ঝড় দেখা দিচ্ছে।









