রবিবার | ১৮ জানুয়ারি | ২০২৬
spot_img

ইমরান খানের সঙ্গে দেখা করলেন তার বড় বোন; জানালেন তিনি সুস্থ আছেন

তিন সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধনমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে পারেনি তার পরিবারের কেউ। তিনি মারা গেছেন বলেও গুঞ্জন উঠেছে। যা নিয়ে পুরো পাকিস্তানে উত্তেজনা ছড়িয়ে পরেছে। ইমরান খানের মৃত্যু গুজব দিন দিন তীব্র হলেও তার কোনো খোঁজ দিচ্ছিল না দেশটির বর্তমান সরকার ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারা কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর তার সঙ্গে দেখা করার অনুমতি পান তার বোন উজমা খানম। অবশেষে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছন তিনি।

তিনি জানিয়েছেন, ইমরান খান সুস্থ আছেন, তবে তাকে মনসিক নির্যাতন করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উজমা খানুম জেলের ভেতরে প্রবেশ করেন। এ সময় কারাগারের বাইরে কয়েকশ পিটিআই কর্মী জড়ো হয়ে ইমরান খানের স্বাস্থ্য ও পরিস্থিতি সম্পর্কে স্বচ্ছতা দাবি করেন।

আধা ঘণ্টার সাক্ষাৎ শেষে জেল থেকে বেরিয়ে উজমা বলেন, ‘তিনি (ইমরান খান) অত্যন্ত রেগে বলেছিলেন যে তারা তাকে মানসিক নির্যাতন করছে। তবে ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন।

তিনি জানান, তার ভাইকে সারাদিন জেলের একটি কক্ষে রাখা হয়েছিল। বাইরে যেতে দিচ্ছে খুব অল্পসময় এবং কারও সঙ্গে কোনো যোগাযোগ করতেও দিত না জেল কর্তৃপক্ষ।

আজ আদিয়ালা জেল ও ইসলামাবাদ হাইকোর্টের বাইরে সাবেক প্রধানমন্ত্রীর সাক্ষাতে বাধার প্রতিবাদে বিক্ষোভ করেছিল পিটিআই। দেশটির খাইবার পাখতুনখোয়া (কেপিকে) মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি জানান, অক্টোবর ২৭ থেকে কেউ ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। এই ঘটনায় ক্ষোভ বেড়েছে দেশটিতে।

সূত্র: ডন নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ