ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অর্থমন্ত্রী কারী দিন মুহাম্মদ হানিফ কাবুলে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত জেঙ্ক উনালের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ বৈঠকে দুই পক্ষ অর্থনৈতিক সহযোগিতা বিস্তৃত করা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার বিষয়ে আলোচনা করেছেন।
অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, কারী দিন মুহাম্মদ হানিফ কাবুলে তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকে গুরুত্বপূর্ণ এবং দুই দেশের সম্পর্ক বিস্তারে উপকারী বলে উল্লেখ করেছেন এবং তাঁর পরবর্তী দায়িত্ব ও মিশনসমূহ সফলভাবে সম্পাদনের জন্য সাফল্য কামনা করেছেন।
জেঙ্ক উনাল অর্থ মন্ত্রণালয়ের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন, তুরস্ক সরকার আফগানিস্তানের প্রতি নিজের সমর্থন অব্যাহত রাখবে।
তিনি কাবুলে নিজের কূটনৈতিক মিশনকে সফল ও ফলপ্রসূ বলে আখ্যা দিয়ে আরও যোগ করেছেন, কাবুল ও আংকারার মধ্যকার সম্পর্ক সম্প্রসারিত হয়েছে এবং এখন বাণিজ্য, ট্রানজিট, জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন ও মানবিক সহায়তা অব্যাহত রাখাসহ এসব ক্ষেত্রে ভালো অগ্রগতি হয়েছে।
এই বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত আরও ঘোষণা করেছেন, তাঁর দেশ আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ এবং দেশে ফিরে আসা আফগানদের জন্য এক হাজার টন মানবিক সহায়তা পাঠাচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের মতে, এই সহায়তার মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী, পোশাক, ওষুধ এবং অন্যান্য প্রাথমিক ও জরুরি সহায়তা সামগ্রী থাকবে, যা প্রয়োজনমন্দ মানুষের জন্য নির্ধারিত।
সূত্র : আরটিএ









