বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

খালেদা জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন মাহফিলে দোয়া করেন মুফতী ফয়জুল করিম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করিম।

এসময় তিনি বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকলেও দেশের উন্নয়ন ও কল্যাণে সবারই একসঙ্গে কাজ করা উচিত। খালেদা জিয়ার অসুস্থতার খবর নিয়মিতই পাচ্ছেন এবং বিভিন্ন মাহফিলে তার সুস্থতার জন্য দোয়া করে আসছেন বলে জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসাসংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ফয়জুল করিম বলেন, ‘আমাদের দেশনেত্রী দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। আমরা বহু জায়গায় তার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন’।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কেউ কারো শত্রু নই। সব আদর্শ, সব মত, সব ধর্মের মানুষ যদি একসঙ্গে দেশকে সুন্দরভাবে গড়ার চেষ্টা করি, তাহলে উন্নয়ন নিশ্চিতভাবেই সম্ভব। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু উন্নয়নের জায়গায় আমাদের ঐক্য দরকার।’

খালেদা জিয়ার স্বাস্থ্যের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে মুফতী ফয়জুল করিম বলেন, হাসপাতালের দায়িত্বশীলদের কাছ থেকে তথ্য নিয়েছি। এখন পর্যন্ত বড় কোনো পরিবর্তন হয়েছে, এমন খবর তারা দিতে পারেননি। আগের মতোই আছেন। আল্লাহ চাইলে অবশ্যই সুস্থ করে দেবেন।

তিনি বলেন, ‘আমরা ভেতরে যেতে পারিনি। দায়িত্বশীলরা আছেন, চিকিৎসা চলছে। আমি মনে করি তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য দোয়া করাটাই বেশি জরুরি।’

দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর বলেন, ‘আসুন, আমরা সবাই সম্মিলিতভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশসেবায় ফিরিয়ে দেন।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img