লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে সবুজ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)
বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কয়েকজন গরু আনতে ভারতীয় সীমান্তের দিকে প্রবেশ করেন। এ সময় বিএসএফ টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই সবুজ নিহত হন।
জানা গেছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ শমশেরনগর বিওপি দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮৬৪/৫ এর বিপরীতে ১৫৬ বিএসএফ ব্যাটালিয়ন চেনাকাটা ক্যাম্পের ভারতীয় অংশে ৩০ গজ অভ্যন্তরে কেনাকাটা নামক স্থানে এ ঘটনা ঘটে।









