তুরস্কে নিযুক্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত শেখ সানিউল্লাহ ফারাহমান্দ বলেছেন, “তুরস্কে বসবাসরত আফগানদের কল্যাণ ও সেবা প্রদান আমাদের অন্যতম প্রধান অঙ্গীকার।”
কাবুলে আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফীর সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন তিনি।
বৈঠকে রাষ্ট্রদূত ফারাহমান্দ তুরস্কে আফগান দূতাবাসের চলমান কার্যক্রম ও অগ্রগতির একটি বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, তুরস্কের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং এ প্রচেষ্টা ইতোমধ্যে উল্লেখযোগ্য ফলাফল আনতে শুরু করেছে।
উত্তরে মাওলানা হানাফী তুরস্কে আফগান উদ্যোক্তা এবং প্রবাসীদের সহায়তায় দূতাবাসের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আরও জোরালো প্রচেষ্টা চালাতে হবে।
সূত্র: হুরিয়াত রেডিও









