ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দীন হাক্কানী বলেছেন, যে সরকার ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে শাসন পরিচালনা করে, তাকে কখনোই প্রকৃত সরকার বলা যায় না।
শুক্রবার (১২ ডিসেম্বর) আফগানিস্তানের খোস্ত প্রদেশ সফরে তিনি এ কথা বলেন।
খলিফা সিরাজউদ্দীন বলেন, “প্রকৃত সরকার হলো সেই সরকার, যাকে তার জনগণ ভালোবাসে। যে সরকার সম্মান ও সহমর্মিতার সঙ্গে জনগণের সেবা করে এবং যার আচরণ থেকে মানুষ নৈতিকতা ও আন্তরিকতা শিখতে পারে।”
তিনি বলেন, অতীতে যারা ইমারাতে ইসলামিয়ার বিরোধিতা করেছে, তাদের প্রতিও সহনশীল হতে হবে। এমনভাবে তাদের সঙ্গে আচরণ করতে হবে, যাতে শত্রুতা ও বিদ্বেষ দূর হয় এবং জাতীয় সংহতির পথ সুগম হয়।
সূত্র: আরিয়ানা নিউজ









