ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশের একটি কারিগরি ইনস্টিটিউট থেকে সদ্য পাস করা এক তরুণ নিজ হাতে একটি সামরিক ট্যাংক তৈরি করেছেন। এর মাধ্যমে আফগানিস্তানের দক্ষ তরুণদের প্রযুক্তিগত সক্ষমতার একটি উজ্জ্বল উদাহরণ সামনে এসেছে।
দুই বছর মেয়াদি শিক্ষা শেষ করে খোস্ত কারিগরি ইনস্টিটিউটের পাঁচটি বিভাগ থেকে মোট ৩৫৯ জন শিক্ষার্থী স্নাতক হয়েছেন। স্নাতকরা বর্তমানে নিজ নিজ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ খুঁজছেন।
এই স্নাতকদের একজন খোস্তের মুসা খিল জেলার ২২ বছর বয়সী কাসমতুল্লাহ। তিনি এমন একটি সামরিক ট্যাংক তৈরি করেছেন, যা একসঙ্গে তিনজনকে বহন করতে সক্ষম। ট্যাংকটিতে একটি স্বয়ংক্রিয় মেশিনগানও সংযুক্ত রয়েছে।
কাসমতুল্লাহ গণমাধ্যমে বলেন, “আমি যানবাহন ও অস্ত্রকে সম্পূর্ণ বৈদ্যুতিক ব্যবস্থায় রূপান্তর করতে পারি। প্রয়োজনীয় উপকরণ ও সম্পদ দেওয়া হলে আমি বর্ম, হেলমেটসহ অন্যান্য সামরিক সরঞ্জামও তৈরি করতে পারব।”
অন্যান্য স্নাতকরা জানান, সরকার যদি কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম সরবরাহ করে, তাহলে তারা দেশের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও উপকরণ তৈরি করতে সক্ষম হবেন।
স্নাতক পাস হাজরাতুল্লাহ নামে আরেক শিক্ষার্থী বলেন, “আমরা সরকারের কাছে অনুরোধ করছি, এই দক্ষ তরুণদের চাকরিতে নিয়োগ দেওয়া হোক, যাতে তাঁদের প্রতিভা দেশের সেবায় কাজে লাগানো যায়।”
নেমাতুল্লাহ বলেন, “আমাদের যদি সুযোগ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতির প্রবেশাধিকার দেওয়া হয়, তাহলে আমরা আমাদের জ্ঞান বাস্তবে প্রয়োগ করে সমাজের সেবায় কাজ করতে পারব।”
কর্তৃপক্ষ জানিয়েছে, চাকরির বাজারে এসব তরুণ স্নাতকদের কর্মসংস্থানে তারা সহায়তা করবে।
খোস্তে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রধান উমর ওমারি বলেন, “কম্পিউটার বিজ্ঞান, অটো মেকানিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি এবং ইলেকট্রোটেকনিক্স এই পাঁচটি বিভাগ থেকে ৩৫৯ জন স্নাতক হয়েছেন। তারা এখন সমাজের সেবা করতে এবং নিজেদের পরিবারকে সহায়তা করতে প্রস্তুত।”
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে খোস্তের ১৪টি কেন্দ্রে প্রায় ৩ হাজার ৫০০ শিক্ষার্থী বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক দক্ষতায় অধ্যয়নরত রয়েছেন।
সূত্র: তোলো নিউজ










