শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫

সিলেট সীমান্তে বাংলাদেশি ২ যুবককে গুলি করে হত্যা করল ভারতীয়রা

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বাংলাদেশি ২ যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয়রা। এ সময় আহত হয়েছে আরেক যুবক।

গতকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) তুরং ও বরমসিদ্ধিপুর সীমান্তে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন— কোম্পানীগঞ্জের পূর্ব তুরং এলাকার আশিকুর রহমান ও একই ইউনিয়নের বরমসিদ্ধিপুর গ্রামের মো. ইয়াকুব উদ্দিন। এসময় পূর্ব তুরং এলাকার মোশাঈদ নামে একজন গুরুতর আহত হন।

পুলিশ ও নিহতদের পরিবারের সদস্যরা জানায়, শুক্রবার বেলা ১১টার দিকে আশিকুর ও মোশাঈদ তুরং সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে তিন রাউন্ড গুলি ছোড়ে ভারতীয় খাসিয়া আদিবাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় আশিকুর রহমানের। আহত মোশাঈদ সেখান থেকে পালিয়ে আসে। এর ঘণ্টাখানেক পর বরমসিদ্ধিপুর সীমান্ত এলাকায় যায় ইয়াকুব উদ্দিন। তাকে লক্ষ্য করেও গুলি ছোড়ে খাসিয়ারা। বেশ কয়েকটি গুলি তার গায়ে লাগে। পরে স্বজনরা গিয়ে মরদেহ উদ্ধার করে।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img