শনিবার | ২০ ডিসেম্বর | ২০২৫
spot_img

মালয়েশিয়ায় হাদির গায়েবানা জানাজা আদায় করেন প্রবাসীরা

আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, গোমবাগের সেন্ট্রাল মসজিদে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশি এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই জানাজা সম্পন্ন হয়। জানাজা পরবর্তী দোয়া মাহফিলে ওসমান বিন হাদির শাহাদাত কবুলের জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়। এ ছাড়াও বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনায় মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করা হয়।

উপস্থিত প্রবাসীরা বলেন, শহীদ শরীফ ওসমান বিন হাদি ছিলেন একজন দেশপ্রেমিক ও ত্যাগী প্রাণ। তার এই মহিমান্বিত মৃত্যু দেশের তরুণ সমাজের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রবাসী বাংলাদেশিরা দেশের জন্য তার এই আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত সকলে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আল্লাহ যেন তাদের এই শোক সইবার ধৈর্য দান করেন, সেই প্রার্থনা করেন।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img