পাকিস্তানকে মক্কা ও মদিনার রক্ষক দাবি করে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ডন।
প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় উলামা সম্মেলনে আসিম মুনির বলেন, পৃথিবীতে ৫৭টি ইসলামী দেশ রয়েছে এবং তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে হারামাইন শরীফাইন (মক্কা ও মদিনা)-এর রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন।
পাকিস্তান এবং ১৪০০ বছর আগে সৌদি আরবে প্রতিষ্ঠিত ‘ইসলামিক রাষ্ট্রের’ মধ্যে সাদৃশ্য তুলে ধরে তিনি বলেন, উভয় রাষ্ট্রই একই কারণে রমজান মাসে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উভয়ের প্রতিষ্ঠায় হিজরতের বিষয়াদি জড়িত ছিল।











