সোমবার | ২২ ডিসেম্বর | ২০২৫
spot_img

ভারতে চাঁদাবাজকে ৫ কিলোমিটার ঝুলিয়ে নিয়ে গেলেন ট্রাকচালক

ভারতের মধ্যপ্রদেশে সরকারি ঘোষণা অনুযায়ী পরিবহন চেকপোস্ট বন্ধ থাকলেও এখনও বিভিন্ন সীমান্ত এলাকায় অবৈধ চাঁদাবাজির অভিযোগ উঠে আসছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান ও গুজরাট সীমান্ত দিয়ে চলাচলকারী ট্রাকচালকদের অভিযোগ, কাগজপত্র যাচাইয়ের নামে দালাল ও কিছু পরিবহনকর্মী নিয়মিত অর্থ দাবি করছে।

এরকমভাবে চাঁদা তুলতে গিয়ে ভয়ানক বিপদে পড়ে গিয়েছিলেন এক চাঁদাবাজ। চাঁদা না দিয়ে ট্রাকচালক গাড়ি চালিয়ে চলে যান। আর চাঁদাবাজ প্রাণ বাঁচাতে প্রায় ৫ কিলোমিটার ধরে সেই চলন্ত ট্রাকে ঝুলে থাকেন। একইসঙ্গে তিনি ওই ট্রাকচালকের কাছে ক্ষমাও চান।

ঘটনাটি ঘটেছে হানুমানা আরটিও চেকপোস্ট ও রেওয়ার মাঝামাঝি এলাকায়। ট্রাকচালক সুমিত প্যাটেল জানান, এক চাঁদাবাজ তার কাছে কাগজপত্র দেখানোর অজুহাতে টাকা দাবি করে। তিনি টাকা দিতে রাজি না হলে দালালটি জোর করে ট্রাকে উঠে পড়ে।

ভয়ে গাড়ি না থামিয়ে চালক এগিয়ে যান। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত ট্রাকে ঝুলে থাকা দালাল চালকের কাছে ক্ষমা চাইছেন।

চালকরা জানান, এই এলাকায় এমন চাঁদাবাজি নিয়মিত ঘটনা। টাকা না দিলে দীর্ঘ সময় হয়রানি করা হয়।

এই ঘটনায় আবারও প্রশ্ন উঠেছে, চেকপোস্ট বন্ধ থাকলেও কেন এসব অবৈধ কার্যকলাপ বন্ধ হচ্ছে না, আর এর পেছনে আসলে জড়িত কারা।

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img