মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সীমান্ত উত্তেজনা প্রশমনের লক্ষ্যে সংলাপের আহ্বান জানান।
সোমবার (২২ ডিসেম্বর) অনুষ্ঠেয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগেই এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।
মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ফোনালাপের সময় তিনি জোর দিয়ে বলেছেন যে, উত্তেজনার অবসান ঘটাতে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কম্বোডিয়া ও থাইল্যান্ডের সংলাপ, প্রজ্ঞা ও পারস্পরিক সম্মানের চেতনার প্রতি অটল থাকা অত্যন্ত জরুরি।
এর আগে গত অক্টোবরে কুয়ালালামপুরে থাইল্যান্ড ও কম্বোডিয়া একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করে। ওই সময় চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত ছিলেন। তবে পরে সীমান্তবর্তী একটি প্রদেশে স্থলমাইন বিস্ফোরণে থাই সেনারা গুরুতর আহত হওয়ার পর সেই শান্তি চুক্তি স্থগিত করা হয়।
থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে চলমান একটি সীমান্ত বিরোধ রয়েছে, যা বারবার সহিংসতায় রূপ নিয়েছে।
সূত্র: আনাদোলু











