ময়মনসিংহে দীপু নামে এক যুবক খুন হওয়ার অভিযোগ উঠেছে। এই ইস্যুতে আন্দোলনের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে বাংলাদেশের সাথে সম্পর্ক রদ করারও আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিজেপির রাজ্য দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন এ আহ্বান জানান তিনি।
শুভেন্দু বলেন, যত দিন না বাংলাদেশ উপদূতাবাস থেকে সদুত্তর পাওয়া যাচ্ছে, বাংলাদেশে দীপু দাসের হত্যাকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হচ্ছে, হিন্দুদের নিরাপত্তার জন্য কী ব্যবস্থা নেয়া হচ্ছে, এই বিষয়ে যতক্ষণ না স্পষ্ট করে আমাদের জানানো হচ্ছে, ততক্ষণ আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।
তিনি বলেন, বাংলাদেশের ব্যাপারে কী পদক্ষেপ নেয়া হবে, তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। সে বিষয়ে আমি বলতে পারব না। তবে আমার ব্যক্তিগত মত, সব বন্ধ করে দেয়া উচিত। কোনও কিছু এখান থেকে বাংলাদেশে যাবে না, সেই ব্যবস্থা করা উচিত।’
তিনি আরও বলেন, উপদূতাবাসে আমাদের ঢুকতে দিয়ে যদি কথা বলে, তা হলে ভালো। কথা যদি না বলে, তা হলে বাইরের রাস্তা আমাদের। আমরা যা করার করব। এখানে সুস্থ ভাবে কাজ করতে দেবো না’। অবশ্য এ নিয়ে তিনি কী পদক্ষেপ নেবেন, তা স্পষ্ট করেননি।
এই বিষয়ে শুভেন্দু আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকেও সমর্থন জানান। হিমন্ত বলেছেন, বাংলাদেশের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক শেষ করা উচিত। শুভেন্দু বলেন, ‘আমি হিমন্তকে সম্পূর্ণ সমর্থন করি। তিনি যদি এ কথা বলে থাকেন, তা হলে ঠিক বলেছেন। বাংলাদেশের পরিস্থিতি কী রকম, তা আমরা পাঁচটা রাজ্য সবচেয়ে ভালো বুঝি, যারা বাংলাদেশ সীমান্তে আছি। হিমন্ত পরিস্থিতি জানেন। তাই ঠিক বলেছেন।’
প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ব হিন্দু পরিষদ, এভিবিপি, হিন্দু জাগরণ মঞ্চ-সহ কট্টর উগ্রপন্থি একাধিক সংগঠনের ডাকে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস অভিযানে জড়ো হয়েছিলেন অনেকে। তবে বাংলাদেশের উপদূতাবাসের সামনে পৌঁছোনোর আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। সেখানে দু’পক্ষের ধস্তাধস্তি হয়। পুলিশ লাঠিচার্জ করে।











