ইসরাইল দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের সরকার পিএ (প্যালেস্টাইন অথোরিটি) ও ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) এর যৌথ পরিচালনায় রাফাহ ক্রসিং পুনরায় চালুর ব্যাপারে সমঝোতা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, রাফাহ ক্রসিং পুনরায় চালুর ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে মধ্যস্থতাকারী দেশগুলো। পরিচালনার ভার থাকবে প্যালেস্টাইন অথোরিটি ও ইউরোপীয় ইউনিয়নের উপর।
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের টিভি চ্যানেল কান জানায়, গাজ্জা যুদ্ধবিরতির মধ্যস্থতায় থাকা দেশগুলোর সমঝোতা চুক্তি অনুসারে, ফিলিস্তিনি জেনারেল ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান মাজেদ ফারাজের নেতৃত্বে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিন অংশ পরিচালনার দায়িত্ব পালন করা হবে, যেখানে ইউরোপীয় কর্মীরাও যুক্ত থাকবেন।
এছাড়াও জানানো হয় যে, সীমান্তে নিয়োজিত ইউরোপীয়রা তাদের পরিচয় গোপন রাখতে সরকারি ইউনিফর্ম অথবা সাধারণ পোশাক পরে থাকবেন।
গণহত্যা চলাকালীন সময়জুড়ে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজনৈতিক নেতৃত্ব জোর দিয়ে বলে এসেছিলো যে, গাজ্জা উপত্যকায় যুদ্ধ পরবর্তী সময়ে প্যালেস্টাইন অথোরিটির কোনো ভূমিকা থাকবে না এবং মেনেও নেওয়া হবে না।
গাজ্জায় গণহত্যা চালিয়ে যাওয়া অবৈধ রাষ্ট্রটি আরো জানিয়েছিলো যে, রাফাহ ক্রসিং কেবল তখনই পুনরায় খোলা হবে, যখন সেটি উভয় দিক থেকেই কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে। অর্থাৎ, শুধু গাজ্জা থেকে মিশরের দিকে একমুখীভাবে ক্রসিং চালু করা হবে না।











